বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সতর্ক করল আইসিসি

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সতর্ক করল আইসিসি
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১১তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এখনও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি। টাইগারদের প্রথম ম্যাচ ৭ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। এই ভেন্যুতে এখন পর্যন্ত দুটি ম্যাচ শেষ হয়েছে, তৃতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র।

১০ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে। দুই ম্যাচে উইকেটের আচরণ খুব একটা ভালো ছিল না। লো-স্কোরিং ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকা ১৯.১ ওভারে অলআউট হয়েছে ৭৭ রানে। ৭৮ রান করতে ১৬.২ ওভার খেলে ৬ উইকেটে হারাতে হয় প্রোটিয়াদের।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বুধবার ভারত-আয়ারল্যান্ড ম্যাচটিও লো স্কোরিং হয়। আগে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এই রান ভারত তুলতে ১২.২ ওভার খেলে ২ উইকেট হারাতে হয় বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন ভারতকে। শুধু তাই নয়! উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

এ ঘটনার পর নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আইসিসি বৃহস্পতিবার সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, ‘আইসিসি বুঝতে পেরেছে আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি।’

আইসিসি আরও জানায়, ‘ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, এ ভেন্যুতে পরের ম্যাচগুলোর জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায়।সেই চেষ্টা চলছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সতর্ক করল আইসিসি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সতর্ক করল আইসিসি
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১১তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এখনও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি। টাইগারদের প্রথম ম্যাচ ৭ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। এই ভেন্যুতে এখন পর্যন্ত দুটি ম্যাচ শেষ হয়েছে, তৃতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র।

১০ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে। দুই ম্যাচে উইকেটের আচরণ খুব একটা ভালো ছিল না। লো-স্কোরিং ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকা ১৯.১ ওভারে অলআউট হয়েছে ৭৭ রানে। ৭৮ রান করতে ১৬.২ ওভার খেলে ৬ উইকেটে হারাতে হয় প্রোটিয়াদের।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বুধবার ভারত-আয়ারল্যান্ড ম্যাচটিও লো স্কোরিং হয়। আগে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এই রান ভারত তুলতে ১২.২ ওভার খেলে ২ উইকেট হারাতে হয় বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন ভারতকে। শুধু তাই নয়! উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

এ ঘটনার পর নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আইসিসি বৃহস্পতিবার সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, ‘আইসিসি বুঝতে পেরেছে আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি।’

আইসিসি আরও জানায়, ‘ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, এ ভেন্যুতে পরের ম্যাচগুলোর জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায়।সেই চেষ্টা চলছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত