নোয়াখালী চাটখিলে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুন) উপজেলার খিলপাড়া বাজারের ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহতের নাম সামিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের মো. মুরাদের স্ত্রী।
নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন, ‘শুক্রবার সকালে সামিয়াকে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। দুপুরে ডাক্তার ফারহানার তত্ত্বাবধায়নে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া জরুরি বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করলে সে মারা যায়। মায়ের মৃত্যুর কারণে নবজাতকও মারা গেছে।’
এ বিষয়ে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, ‘আমাদের অ্যানেসথেসিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন। তারা দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া হলে তিনি হার্ট অ্যাটাক করেন। এ কারণে আর সিজার করা হয়নি। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।’
এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাটখিল থানার ওসি মো.এমদাদুল হক বলেন, লোকমুখে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।