ভারী বৃষ্টিতে মহাসড়কে যানজট-জলাবদ্ধতা, ঈদযাত্রায় ভোগান্তি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ভারী বৃষ্টিতে মহাসড়কে যানজট-জলাবদ্ধতা, ঈদযাত্রায় ভোগান্তি
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ক্যান্টনমেন্টের দুই পাশে সড়কে ১০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ঈদযাত্রায় ভোগান্তি বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয় কুমিল্লায়। যা এখনও থেমে থেমে চলছে। শুরুর দিক থেকেই বৃষ্টির তীব্রতা বেশি থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়িগুলো।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কে জলাবদ্ধতার কারণে ধীরগতি সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ইতোমধ্যেই পানি সরতে শুরু হয়েছে। মহাসড়কে পানি জমে থাকায় গাড়ির যে ধীরগতি চলছে তা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। হাইওয়ে পুলিশের কয়েকটি টিম যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে।

এদিকে আগামী ১৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। আজ ছুটি সরকারি অফিস। আগামী শনিবার (১৫ জুন) ছুটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও। ফলে এই সময়ের মধ্যেই নাড়ির টানে বাড়ি ফিরবে। ইতোমধ্যে অনেকেই বাড়ি উদ্দেশ্যে গাড়ি ধরছেন। তবে এই ঈদযাত্রার আনন্দের খবর নেই। একে তো প্রতিটি পথেই রয়েছে যাত্রীর চাপ। টিকিট কিংবা সিটের বিড়ম্বনা। সেই সঙ্গে যোগ হচ্ছে বৃষ্টির বাগড়া। ফলে ভোগান্তি কমাতে সঙ্গে হবে ছাতা কিংবা রেইন কোট।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারী বৃষ্টিতে মহাসড়কে যানজট-জলাবদ্ধতা, ঈদযাত্রায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে মহাসড়কে যানজট-জলাবদ্ধতা, ঈদযাত্রায় ভোগান্তি
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ক্যান্টনমেন্টের দুই পাশে সড়কে ১০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ঈদযাত্রায় ভোগান্তি বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয় কুমিল্লায়। যা এখনও থেমে থেমে চলছে। শুরুর দিক থেকেই বৃষ্টির তীব্রতা বেশি থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়িগুলো।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কে জলাবদ্ধতার কারণে ধীরগতি সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ইতোমধ্যেই পানি সরতে শুরু হয়েছে। মহাসড়কে পানি জমে থাকায় গাড়ির যে ধীরগতি চলছে তা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। হাইওয়ে পুলিশের কয়েকটি টিম যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে।

এদিকে আগামী ১৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। আজ ছুটি সরকারি অফিস। আগামী শনিবার (১৫ জুন) ছুটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও। ফলে এই সময়ের মধ্যেই নাড়ির টানে বাড়ি ফিরবে। ইতোমধ্যে অনেকেই বাড়ি উদ্দেশ্যে গাড়ি ধরছেন। তবে এই ঈদযাত্রার আনন্দের খবর নেই। একে তো প্রতিটি পথেই রয়েছে যাত্রীর চাপ। টিকিট কিংবা সিটের বিড়ম্বনা। সেই সঙ্গে যোগ হচ্ছে বৃষ্টির বাগড়া। ফলে ভোগান্তি কমাতে সঙ্গে হবে ছাতা কিংবা রেইন কোট।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত