ইংল্যান্ডকে বিদায় করতে কোনও কৌশলের আশ্রয় নিবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইংল্যান্ডকে বিদায় করতে কোনও কৌশলের আশ্রয় নিবে না অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে অস্ট্রেলিয়া নেট রান রেট নিয়ে কোনও কারসাজি করবে না বললেন প্যাট কামিন্স। তার বিশ্বাস, এই ধরনের কৌশল ক্রিকেটের চেতনাবিরোধী।

পরিস্থিতি এমন ছিল যে, একটা নির্দিষ্ট ব্যবধানে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে ইংল্যান্ড শেষ দুটি ম্যাচ জিতেও সুপার এইটে উঠতে পারবে না। কিন্তু ওমানকে গুঁড়িয়ে দিয়ে জস বাটলারের দল নেট রান রেটে এতটাই উন্নতি করেছে যে, তারা যদি নামিবিয়াকে হারায় তাহলে সুপার এইটে উঠতে হলে স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে।

ইংল্যান্ডকে বিদায় করতে অস্ট্রেলিয়া বিশেষ ছক কষবে, এমন বিতর্ক উসকে দেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ান পেসার জানান, সুযোগ পেলে দলের স্বার্থে ইংল্যান্ডকে বিদায় করায় আগ্রহ আছে অজিদের।

কিন্তু কামিন্স বললেন, এমন কোনও কৌশলের কথা কখনও ভাবেনি অস্ট্রেলিয়া। হ্যাজেলউডের মন্তব্যগুলো ছিল কেবলই ঠাট্টা।

ইংল্যান্ড-ওমান ম্যাচের ফল হওয়ার আগে সেন্ট লুসিয়ায় কামিন্স সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি যখন আপনি মাঠে নামবেন, তখন প্রতিবারই সেরাটা দিয়ে চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন, তাহলে তা হবে ক্রিকেটের চেতনাবিরোধী। এমন কিছু সত্যিই গভীরভাবে ভাবিনি, কারণ মনেই কখনও আসেনি।’

অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেছেন, ‘জোশির সঙ্গে আমি কথা বলেছি, সে ওইদিন রসিকতা করেছিল। কিন্তু সেটা প্রসঙ্গ থেকে কিছুটা বাইরে চলে গেছে। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে খেলবো, যারা এই টুর্নামেন্টে সত্যি ভালো খেলেছে এবং কঠিন হবে। এটা (নেট রান রেট) এমন কিছু যা সেটআপের অংশ হিসেবে আলোচিত, কিন্তু তা কি খেলার ধরন পার্টে দিতে পারে, একদমই না।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইংল্যান্ডকে বিদায় করতে কোনও কৌশলের আশ্রয় নিবে না অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে বিদায় করতে কোনও কৌশলের আশ্রয় নিবে না অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে অস্ট্রেলিয়া নেট রান রেট নিয়ে কোনও কারসাজি করবে না বললেন প্যাট কামিন্স। তার বিশ্বাস, এই ধরনের কৌশল ক্রিকেটের চেতনাবিরোধী।

পরিস্থিতি এমন ছিল যে, একটা নির্দিষ্ট ব্যবধানে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে ইংল্যান্ড শেষ দুটি ম্যাচ জিতেও সুপার এইটে উঠতে পারবে না। কিন্তু ওমানকে গুঁড়িয়ে দিয়ে জস বাটলারের দল নেট রান রেটে এতটাই উন্নতি করেছে যে, তারা যদি নামিবিয়াকে হারায় তাহলে সুপার এইটে উঠতে হলে স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে।

ইংল্যান্ডকে বিদায় করতে অস্ট্রেলিয়া বিশেষ ছক কষবে, এমন বিতর্ক উসকে দেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ান পেসার জানান, সুযোগ পেলে দলের স্বার্থে ইংল্যান্ডকে বিদায় করায় আগ্রহ আছে অজিদের।

কিন্তু কামিন্স বললেন, এমন কোনও কৌশলের কথা কখনও ভাবেনি অস্ট্রেলিয়া। হ্যাজেলউডের মন্তব্যগুলো ছিল কেবলই ঠাট্টা।

ইংল্যান্ড-ওমান ম্যাচের ফল হওয়ার আগে সেন্ট লুসিয়ায় কামিন্স সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি যখন আপনি মাঠে নামবেন, তখন প্রতিবারই সেরাটা দিয়ে চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন, তাহলে তা হবে ক্রিকেটের চেতনাবিরোধী। এমন কিছু সত্যিই গভীরভাবে ভাবিনি, কারণ মনেই কখনও আসেনি।’

অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেছেন, ‘জোশির সঙ্গে আমি কথা বলেছি, সে ওইদিন রসিকতা করেছিল। কিন্তু সেটা প্রসঙ্গ থেকে কিছুটা বাইরে চলে গেছে। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে খেলবো, যারা এই টুর্নামেন্টে সত্যি ভালো খেলেছে এবং কঠিন হবে। এটা (নেট রান রেট) এমন কিছু যা সেটআপের অংশ হিসেবে আলোচিত, কিন্তু তা কি খেলার ধরন পার্টে দিতে পারে, একদমই না।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত