ঈদযাত্রার শেষ দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। শেষ মুহূর্তে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ।
রোববার (১৬ জুন) ভোর থেকেই মহাসড়কে এ চিত্র দেখা যায়।
সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাফর উল্লাহ জানান, শেষ মুহূর্তে সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় উত্তর থেকে ঢাকাগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্তর থেকে কড্ডার মোড় পর্যন্ত ভোরের দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
তিনি যোগ করেন, এই পথে যানজটের কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি এখনও। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন প্রায় ৮ শতাধিক পুলিশ।