প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
ছবি : প্রতিনিধি

মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নীত হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক সেনাসদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী।

বুধবার সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক ও চৌকশ বাহিনী হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পরে সেনাপ্রধান কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (BAUST) উদ্বোধন করেন।

বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা সেনানিবাসের সব পদবির কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
ছবি : প্রতিনিধি

মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নীত হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক সেনাসদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী।

বুধবার সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক ও চৌকশ বাহিনী হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পরে সেনাপ্রধান কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (BAUST) উদ্বোধন করেন।

বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা সেনানিবাসের সব পদবির কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত