আ.লীগ‌কে দুর্নীতিবাজ হি‌সে‌বে প‌রি‌চিত করা‌তে বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে: কাদের

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
আ.লীগ‌কে দুর্নীতিবাজ হি‌সে‌বে প‌রি‌চিত করা‌তে বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে: কাদের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিত করাতে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দ‌লের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে শুক্রবার (২১ জুন) বি‌কে‌লে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে র‌্যালি ও শোভাযাত্রা শুরুর আগে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

র‌্যালিটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলরা গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে। পুলিশকেও ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে।

‘বিএন‌পি আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিত করার চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে ।’

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে চ‌লে। শেখ হাসিনার নেতৃত্বে মাথা নত করার দল নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ স্বাধীন, কেউ দুর্নীতি করলে তার বিচার হবে। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতির বিচার করার, সে যে-ই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু, আজকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, তাদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের শিকড় বাংলাদেশের মাটিতে অনেক গভীরে। বাংলা‌দেশ আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয় যে, একটু খোঁচা লাগলে, ধাক্কা লাগলে পড়ে যাবে। এমন দল আওয়ামী লীগ নয়।

বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করবেন… ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া। বিএনপির আন্দোলন ভুয়া।

তি‌নি ব‌লেন, বিএনপির আন্দোলন, বিএনপি নেতৃত্ব, বিএনপির এক দফা, বিএনপি দল সব ভুয়া। ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই। আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না।

‘যে আন্দোলনে জোয়ার হয় না, সেই আন্দোলন কোনো আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুনের রাজনীতি শুরু করেছে। আমরা রাজপথে আছি জবাব, দিতে প্রস্তুত।‘

র‌্যালি-পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর ক‌বির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল, সু‌জিত রায় নন্দী, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বক্তব্য রাখেন।

এছাড়া, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজ‌লে শামস পরশ প্রমুখ বক্তব্য রাখেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আ.লীগ‌কে দুর্নীতিবাজ হি‌সে‌বে প‌রি‌চিত করা‌তে বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে: কাদের

আ.লীগ‌কে দুর্নীতিবাজ হি‌সে‌বে প‌রি‌চিত করা‌তে বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে: কাদের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিত করাতে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দ‌লের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে শুক্রবার (২১ জুন) বি‌কে‌লে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে র‌্যালি ও শোভাযাত্রা শুরুর আগে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

র‌্যালিটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলরা গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে। পুলিশকেও ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে।

‘বিএন‌পি আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিত করার চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে ।’

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে চ‌লে। শেখ হাসিনার নেতৃত্বে মাথা নত করার দল নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ স্বাধীন, কেউ দুর্নীতি করলে তার বিচার হবে। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতির বিচার করার, সে যে-ই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু, আজকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, তাদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের শিকড় বাংলাদেশের মাটিতে অনেক গভীরে। বাংলা‌দেশ আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয় যে, একটু খোঁচা লাগলে, ধাক্কা লাগলে পড়ে যাবে। এমন দল আওয়ামী লীগ নয়।

বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করবেন… ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া। বিএনপির আন্দোলন ভুয়া।

তি‌নি ব‌লেন, বিএনপির আন্দোলন, বিএনপি নেতৃত্ব, বিএনপির এক দফা, বিএনপি দল সব ভুয়া। ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই। আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না।

‘যে আন্দোলনে জোয়ার হয় না, সেই আন্দোলন কোনো আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুনের রাজনীতি শুরু করেছে। আমরা রাজপথে আছি জবাব, দিতে প্রস্তুত।‘

র‌্যালি-পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর ক‌বির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল, সু‌জিত রায় নন্দী, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বক্তব্য রাখেন।

এছাড়া, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজ‌লে শামস পরশ প্রমুখ বক্তব্য রাখেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত