রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী দিল্লির বেশিরভাগ নিচু এলাকা। পানিতে ডুবে শিশুসহ এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই সেখানে রবি (৩০ জুন) ও সোমবার আরও বৃষ্টিপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।

শুক্রবার দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এদিন নগরীতে ২২৮ দশমিক ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত।

এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লীবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া মৌসুমি বায়ুর কারণে উত্তর ভারতের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা দুই থেকে তিন ফুট পর্যন্ত জলের নিচে। আন্ডারপাসগুলির অবস্থাও শোচনীয়। নগরীর গুরুত্বপূর্ণ আন্ডারপাস প্রগতি ময়দান টানেল প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়। শনিবারও এ আন্ডারপাসটি বন্ধ ছিল। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ভারতের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে প্রায় ৬৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই এর এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসে দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। পরিস্থিতি সামাল দেওয়ার ও আসন্ন বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে নগর কর্তৃপক্ষ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু

রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী দিল্লির বেশিরভাগ নিচু এলাকা। পানিতে ডুবে শিশুসহ এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই সেখানে রবি (৩০ জুন) ও সোমবার আরও বৃষ্টিপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।

শুক্রবার দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এদিন নগরীতে ২২৮ দশমিক ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত।

এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লীবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া মৌসুমি বায়ুর কারণে উত্তর ভারতের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা দুই থেকে তিন ফুট পর্যন্ত জলের নিচে। আন্ডারপাসগুলির অবস্থাও শোচনীয়। নগরীর গুরুত্বপূর্ণ আন্ডারপাস প্রগতি ময়দান টানেল প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়। শনিবারও এ আন্ডারপাসটি বন্ধ ছিল। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ভারতের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে প্রায় ৬৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই এর এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসে দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। পরিস্থিতি সামাল দেওয়ার ও আসন্ন বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে নগর কর্তৃপক্ষ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত