রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুর্ধ্ব -১৭ (বালক) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুর্ধ্ব- ১৭ (বালিকা) ফাইনাল সম্পন্ন এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ও বিকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বে খেলা অনু্ষ্ঠিত হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুদীপ্তা তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট ইনান।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এস আই ( নি:) বেলাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা, মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, ওয়ার্ড মেম্বার মো: ওমর ফারুক (মনি) জ্যোতিময় চাকমা, ভুবনজয় চাকমা, শান্ত তঞ্চঙ্গ্যা, থুইপ্রু মার্মা।
এই ফাইনাল খেলায় ৩নং ফারুয়া ইউনিয়নের বালক দল ১-০ গোলে ১নং বিলাইছড়ি ইউনিয়নকে পরাজিত করে বিজয় অর্জন করে এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বালিকা দল ১-০ গোলে ১নং বিলাইছড়ি ইউনিয়ন দল বিজয় অর্জন করে এবং জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে উপজেলার মোট ৫টি দল অংশগ্রহণ করে।