৬৩০ ভোটে হারলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
৬৩০ ভোটে হারলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
ছবি: সংগৃহীত

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস নির্বাচনি পরাজয়ের মুখে পড়েছেন। শুক্রবার (৫ জুলাই) ঘোষিত ফলাফলে পূর্ব ইংল্যান্ডের নরফোক সাউথ ওয়েস্ট আসনে ৬৩০ ভোটে হেরেছেন। লেবার পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়ে তিনি পার্লামেন্টের আসন হারালেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালে মাত্র ৪৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিজ ট্রাস। ২০১৯ সালের নির্বাচনে তিনি ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার তিনি হেরে গেলেন লেবার পার্টির টেরি জেরমির কাছে।

স্থানীয় সময় সকাল সাতটার কিছু পর ট্রাসের পরাজয়ের ঘোষণা আসে। ২০১০ সাল থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করা ট্রাস মঞ্চে উঠতে কিছুটা সময় নেন। কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন অপর প্রার্থীরা। তিনি কোনও বক্তব্য না দিয়েই মঞ্চ ত্যাগ করেন।

পরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাস বলেছেন, আমরা কনজারভেটিভরা জনগণের চাহিদা অনুসারে পর্যাপ্ত কাজ করতে পারিনি।

এই ব্যর্থতায় তার নিজের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, আমি এর অংশ ছিলাম। এটি সম্পূর্ণ সত্য।

এদিকে, ঋষি সুনাক উত্তর ইংল্যান্ডে তার আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে ও ডেভিড ক্যামেরনের আসনগুলো লেবার ও লিবারেল ডেমোক্র্যাটদের দখলে গেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৬৩০ ভোটে হারলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

৬৩০ ভোটে হারলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
ছবি: সংগৃহীত

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস নির্বাচনি পরাজয়ের মুখে পড়েছেন। শুক্রবার (৫ জুলাই) ঘোষিত ফলাফলে পূর্ব ইংল্যান্ডের নরফোক সাউথ ওয়েস্ট আসনে ৬৩০ ভোটে হেরেছেন। লেবার পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়ে তিনি পার্লামেন্টের আসন হারালেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালে মাত্র ৪৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিজ ট্রাস। ২০১৯ সালের নির্বাচনে তিনি ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার তিনি হেরে গেলেন লেবার পার্টির টেরি জেরমির কাছে।

স্থানীয় সময় সকাল সাতটার কিছু পর ট্রাসের পরাজয়ের ঘোষণা আসে। ২০১০ সাল থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করা ট্রাস মঞ্চে উঠতে কিছুটা সময় নেন। কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন অপর প্রার্থীরা। তিনি কোনও বক্তব্য না দিয়েই মঞ্চ ত্যাগ করেন।

পরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাস বলেছেন, আমরা কনজারভেটিভরা জনগণের চাহিদা অনুসারে পর্যাপ্ত কাজ করতে পারিনি।

এই ব্যর্থতায় তার নিজের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, আমি এর অংশ ছিলাম। এটি সম্পূর্ণ সত্য।

এদিকে, ঋষি সুনাক উত্তর ইংল্যান্ডে তার আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে ও ডেভিড ক্যামেরনের আসনগুলো লেবার ও লিবারেল ডেমোক্র্যাটদের দখলে গেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত