ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি না নিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে রাজধানীর লালবাগে রাস্তা খননের ঘটনায় ওয়াসা’র ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে লালবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন ডিএসসিসির অঞ্চল-৩ এর কার্য সহকারী মো. মাহবুবুর রহমান।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।