বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন
ছবি: সংগৃহীত

হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার উচ্চ আদালতের দুই কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন—এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ।

শুক্রবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের জামিনের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। আসামিদের পক্ষে মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

গত বুধবার রাতে রাজধানী থেকে আব্দুর রশিদ ও মো. হাফিজকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন
ছবি: সংগৃহীত

হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার উচ্চ আদালতের দুই কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন—এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ।

শুক্রবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের জামিনের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। আসামিদের পক্ষে মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

গত বুধবার রাতে রাজধানী থেকে আব্দুর রশিদ ও মো. হাফিজকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত