গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মোজাহিদুল ইসলাম ক্যাম্পাস প্রতিনিধি, গবি
গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি : প্রতিনিধি

দুই যুগের বেশি সময় ধরে নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সাথে ২৭ তম বর্ষে পদার্পণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

রবিবার (১৪ জুলাই) সকালে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটির উজ্জাপিত হয়। এসময় মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একডেমিক ভবনের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

২৬ বছরে পদার্পন উপলক্ষে অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন, ‘গত ২৬ বছরে গণ বিশ্ববিদ্যালয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই অবস্থানে এসেছে। আমি চাই আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হোক এবং গবেষণা খাতে আরো এগিয়ে যাক।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে শুভেচ্ছা জানাই। গত কয়েকবছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নতি সাধন হয়েছে। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় আরো উন্নত হবে আশা করি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল শিক্ষার্থীদের সহায়তা কামনা করি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিলো গণ বিশ্ববিদ্যালয় হবে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। তাঁর স্বপ্নের পথ ধরে আমরা বিশ্ববিদ্যালকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় পেরিয়ে গেছে দুই যুগেরও বেশি সময়। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌছাতে শিক্ষার্থীদের সচেষ্ট ভূমিকা রাখতে হবে।

এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদে ডিন, বিভাগের বিভাগীর প্রধান,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালের ১৪ জুলাই ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫টি অনুষদ ও ১৭ টি বিভাগে প্রায় ৫০০০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি : প্রতিনিধি

দুই যুগের বেশি সময় ধরে নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সাথে ২৭ তম বর্ষে পদার্পণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

রবিবার (১৪ জুলাই) সকালে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটির উজ্জাপিত হয়। এসময় মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একডেমিক ভবনের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

২৬ বছরে পদার্পন উপলক্ষে অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন, ‘গত ২৬ বছরে গণ বিশ্ববিদ্যালয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই অবস্থানে এসেছে। আমি চাই আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হোক এবং গবেষণা খাতে আরো এগিয়ে যাক।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে শুভেচ্ছা জানাই। গত কয়েকবছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নতি সাধন হয়েছে। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় আরো উন্নত হবে আশা করি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল শিক্ষার্থীদের সহায়তা কামনা করি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিলো গণ বিশ্ববিদ্যালয় হবে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। তাঁর স্বপ্নের পথ ধরে আমরা বিশ্ববিদ্যালকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় পেরিয়ে গেছে দুই যুগেরও বেশি সময়। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌছাতে শিক্ষার্থীদের সচেষ্ট ভূমিকা রাখতে হবে।

এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদে ডিন, বিভাগের বিভাগীর প্রধান,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালের ১৪ জুলাই ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫টি অনুষদ ও ১৭ টি বিভাগে প্রায় ৫০০০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত