মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে এক শিক্ষার্থীর মৃত্যু

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে এক শিক্ষার্থীর মৃত্যু
ছবি : প্রতিনিধি

পুলিশের ধাওয়া খেয়ে শকুনি লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী। মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল লেক থেকে লাশ উদ্ধার করেছে। পরে লাশটি মাদারীপুর সদর মডেল থানায় রাখা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরের প্রধান প্রধান সড়ক অবরোধ করলে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের লেকের পড়ে নিয়ে যায়। সেখানে পুলিশের লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে সক্ষম হলেও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করলে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর পরিচয় তখন পাওয়া যায়নি।

শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোর্ধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় ছাত্রলীগের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ও পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে ইট-পাটকেল মেরে এ হামলার পালটা জবাব দিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে এক শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে এক শিক্ষার্থীর মৃত্যু
ছবি : প্রতিনিধি

পুলিশের ধাওয়া খেয়ে শকুনি লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী। মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল লেক থেকে লাশ উদ্ধার করেছে। পরে লাশটি মাদারীপুর সদর মডেল থানায় রাখা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরের প্রধান প্রধান সড়ক অবরোধ করলে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের লেকের পড়ে নিয়ে যায়। সেখানে পুলিশের লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে সক্ষম হলেও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করলে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর পরিচয় তখন পাওয়া যায়নি।

শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোর্ধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় ছাত্রলীগের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ও পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে ইট-পাটকেল মেরে এ হামলার পালটা জবাব দিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত