মুক্তি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মুক্তি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তুলে নেয়া পাঁচ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে তাদেরকে শিক্ষকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ’ পালন করতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট থেকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে নিরাপত্তার স্বার্থে তুলে নিয়ে যায় বন্দর থানা পুলিশ।

পরবর্তীতে এ দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউমসহ প্রায় ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রহমান মুকুল।

এর আগে পুলিশ হেফাজতে রাখার বিষয়ে আব্দুর রহমান মুকুল বলেন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল। তাদের ওপর হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে বন্দর থানায় রাখা হয়েছে, তাদেরকে আটক করা হয়নি। তাদের ওপর বিকেলের দিকে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুক্তি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

মুক্তি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তুলে নেয়া পাঁচ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে তাদেরকে শিক্ষকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ’ পালন করতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট থেকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে নিরাপত্তার স্বার্থে তুলে নিয়ে যায় বন্দর থানা পুলিশ।

পরবর্তীতে এ দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউমসহ প্রায় ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রহমান মুকুল।

এর আগে পুলিশ হেফাজতে রাখার বিষয়ে আব্দুর রহমান মুকুল বলেন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল। তাদের ওপর হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে বন্দর থানায় রাখা হয়েছে, তাদেরকে আটক করা হয়নি। তাদের ওপর বিকেলের দিকে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত