৯ দফা দাবিতে গণপথযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নেমে আবু সাঈদ নিহত হন। এ সময় আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচারসহ ৯ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বেরোবির বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা তাদের পাশে আছি, থাকব।