আমুর বাসা থেকে ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
আমুর বাসা থেকে ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার
ছবি : প্রতিনিধি

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনে এসব পাওয়া যায় বলে জানান তিনি।

এর আগে সোমবার বিকালে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপর দ্বাদশ সংসদের ঝালকাঠি-২ আসনের সদস্য আমুর বাসবভনে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা। রাত সাড়ে ১২টার দিকে সেই আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এ সময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমুর বাসা থেকে ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

আমুর বাসা থেকে ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার
ছবি : প্রতিনিধি

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনে এসব পাওয়া যায় বলে জানান তিনি।

এর আগে সোমবার বিকালে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপর দ্বাদশ সংসদের ঝালকাঠি-২ আসনের সদস্য আমুর বাসবভনে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা। রাত সাড়ে ১২টার দিকে সেই আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এ সময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত