ড. ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানালেন কাদের সিদ্দিকী

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ড. ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানালেন কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয়া ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের বীর সেনানী টাঙ্গাইলের খ্যাতনামা কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি বলেছেন, তাকে তত্ত্বাবধায়কের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্তে প্যারিসে বসে থাকা ঠিক মনে হয় না। দেশে শান্তি শৃঙ্খলা না আনতে পারলে তারও পরিণতি এ রকম হবে। সে জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে। নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি।

বুধবার (৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে, আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা আগুন দেয়ার ঘটনা বাঙালি জাতির জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ হয়ে থাকবে। যারা এটা করেছে তাদের ‘বিচার একদিন হবেই।

সারা দেশে মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটপাট হত্যার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি সকল ছাত্র নেতৃবৃন্দকে বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। ছাত্র নেতৃবৃন্দকে বলছি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এখন তাদের সব থেকে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি।

শেখ হাসিনা চলে যাওয়ায় দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কী হবে এমন প্রশ্নে জনতা লীগের নেতা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না। বঙ্গবন্ধু হত্যার পর যে বিপর্যয় এসেছিল, এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের ভয় যাবে, কষ্ট যাবে। কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে না।

আওয়ামী লীগ করলে ‘দোষের নয়’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আওয়ামী লীগারের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আপনারা জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক।

বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক কথা নন উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ভাঙতে, পুড়তে, ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস ভবিষ্যতে বাঙালি জাতির ইতিহাসে জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে। বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবে, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের বিচার একদিন না একদিন হবেই।

প্রসঙ্গত, গত সোমবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেয়ার মধ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ড. ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানালেন কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানালেন কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয়া ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের বীর সেনানী টাঙ্গাইলের খ্যাতনামা কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি বলেছেন, তাকে তত্ত্বাবধায়কের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্তে প্যারিসে বসে থাকা ঠিক মনে হয় না। দেশে শান্তি শৃঙ্খলা না আনতে পারলে তারও পরিণতি এ রকম হবে। সে জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে। নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি।

বুধবার (৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে, আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা আগুন দেয়ার ঘটনা বাঙালি জাতির জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ হয়ে থাকবে। যারা এটা করেছে তাদের ‘বিচার একদিন হবেই।

সারা দেশে মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটপাট হত্যার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি সকল ছাত্র নেতৃবৃন্দকে বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। ছাত্র নেতৃবৃন্দকে বলছি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এখন তাদের সব থেকে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি।

শেখ হাসিনা চলে যাওয়ায় দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কী হবে এমন প্রশ্নে জনতা লীগের নেতা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না। বঙ্গবন্ধু হত্যার পর যে বিপর্যয় এসেছিল, এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের ভয় যাবে, কষ্ট যাবে। কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে না।

আওয়ামী লীগ করলে ‘দোষের নয়’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আওয়ামী লীগারের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আপনারা জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক।

বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক কথা নন উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ভাঙতে, পুড়তে, ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস ভবিষ্যতে বাঙালি জাতির ইতিহাসে জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে। বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবে, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের বিচার একদিন না একদিন হবেই।

প্রসঙ্গত, গত সোমবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেয়ার মধ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত