মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ আশা ব্যক্ত করেন। এ সময় তিনি আন্দোলনে সব ‘শহিদ’ শিক্ষার্থীদের স্মরণ করেন।

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে, এদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে আসাদুজ্জামানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ আশা ব্যক্ত করেন। এ সময় তিনি আন্দোলনে সব ‘শহিদ’ শিক্ষার্থীদের স্মরণ করেন।

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে, এদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে আসাদুজ্জামানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত