শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই: নাহিদ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভসহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।’

অন্তর্বর্তী সরকারের ২৬ বছর বয়সি এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।’

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন। অন্যদিকে, ভারত সরকারের নিরাপত্তায় থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরেক ছাত্র নেতা আবু বকের মজুমদার আলাদাভাবে রয়টার্সকে জানান, তারা চান হাসিনা ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।

নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।

পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমি পরবর্তীতে কী হব তার উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’

নাহিদ ইসলাম জানান, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়।

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই: নাহিদ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই: নাহিদ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভসহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।’

অন্তর্বর্তী সরকারের ২৬ বছর বয়সি এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।’

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন। অন্যদিকে, ভারত সরকারের নিরাপত্তায় থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরেক ছাত্র নেতা আবু বকের মজুমদার আলাদাভাবে রয়টার্সকে জানান, তারা চান হাসিনা ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।

নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।

পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমি পরবর্তীতে কী হব তার উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’

নাহিদ ইসলাম জানান, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়।

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত