পাঁচ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মতবিনিময় সভার মধ্য দিয়ে থানার কর্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতি করেন ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রশিদ মোল্লা, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাও. কামরুজ্জামান, যুব জামায়াতে ইসলামের উপজেলা পরিচালক শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, বৈষম্যবিরোধী আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যিদ হাসানুল বান্না, কলারোযা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী প্রমুখ। সভা সঞ্চালনা করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহিন।
বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে সবকিছু ভুলে গিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে হবে সবাইকে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পুলিশ বাহিনীর কোনো দোষ নেই, সদ্য পদত্যাগকারী শেখ হাসিনার সরকার তাদের ইচ্ছামতো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।