নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে নাটোরে স্কুলছাত্র ইয়াছিন (১৭)কে তুলে নিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে ইয়াসিনের পিতা ফজরের আলী এ হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নাটোর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি জান্নাতী প্যালেসে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় স্কুলছাত্র ইয়াসিন।

ওই ঘটনায় করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১১১ জনের নাম।

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আমার ছেলে ইয়াসিন। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে হাতে পিস্তল, ছুরি নিয়ে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলনে হামলা চালানো হয়। এ সময় আমার ছেলেকে এলোপাথাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শিমুলের বাড়িতে একটি কক্ষে আটকে রাখা হয়। পরের দিন সেই কক্ষে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে নাটোরে স্কুলছাত্র ইয়াছিন (১৭)কে তুলে নিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে ইয়াসিনের পিতা ফজরের আলী এ হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নাটোর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি জান্নাতী প্যালেসে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় স্কুলছাত্র ইয়াসিন।

ওই ঘটনায় করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১১১ জনের নাম।

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আমার ছেলে ইয়াসিন। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে হাতে পিস্তল, ছুরি নিয়ে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলনে হামলা চালানো হয়। এ সময় আমার ছেলেকে এলোপাথাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শিমুলের বাড়িতে একটি কক্ষে আটকে রাখা হয়। পরের দিন সেই কক্ষে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত