এবার ঘরে বসেই দেখা যাবে ‘কল্কি’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এবার ঘরে বসেই দেখা যাবে ‘কল্কি’
ছবি: সংগৃহীত

চলতি বছরের গত ২৭ জুন পৌরাণিক কল্পবিজ্ঞানের সিনেমা ‘কল্কি’। এই সিনেমাটি ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচিত। নাগ অশ্বিন পরিচালিত তেলুগু সিনেমাটি একই সঙ্গে মুক্তি পায় হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড় ও ইংরেজি ভাষাও। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপির বেশি। সিনেমা হল কাঁপিয়ে এবার কল্কি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গেছে, নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও—ভিন্ন দুটি প্ল্যাটফর্মে আগামী ২২ আগস্ট একই দিনে মুক্তি পাবে কল্কি।

প্ল্যাটফর্মটি এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০৪টি দেশ থেকে সিনেমাটি দেখা যাবে। কেবল অ্যামাজন নয়, ছবিটি একই দিন থেকে দেখা যাবে নেটফ্লিক্সেও। এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে। এটিই চলতি বছরের প্রথম সিনেমা, যা ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এবার ঘরে বসেই দেখা যাবে ‘কল্কি’

এবার ঘরে বসেই দেখা যাবে ‘কল্কি’
ছবি: সংগৃহীত

চলতি বছরের গত ২৭ জুন পৌরাণিক কল্পবিজ্ঞানের সিনেমা ‘কল্কি’। এই সিনেমাটি ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচিত। নাগ অশ্বিন পরিচালিত তেলুগু সিনেমাটি একই সঙ্গে মুক্তি পায় হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড় ও ইংরেজি ভাষাও। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপির বেশি। সিনেমা হল কাঁপিয়ে এবার কল্কি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গেছে, নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও—ভিন্ন দুটি প্ল্যাটফর্মে আগামী ২২ আগস্ট একই দিনে মুক্তি পাবে কল্কি।

প্ল্যাটফর্মটি এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০৪টি দেশ থেকে সিনেমাটি দেখা যাবে। কেবল অ্যামাজন নয়, ছবিটি একই দিন থেকে দেখা যাবে নেটফ্লিক্সেও। এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে। এটিই চলতি বছরের প্রথম সিনেমা, যা ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত