শেয়ারবাজারে জালিয়াতি, রিপ্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লুট করার অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে।
আরও অভিযোগ আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি তিনি। বরং, ঋণের অর্থ আত্মসাৎ করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, রিপ্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুদক টিম।