ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপউপাচার্য (প্রো ভিসি) হিসেবে নিয়োগ পাচ্ছেন ড. সায়মা হক বিদিশা ও ড. মোহাম্মদ ইসমাইল। আজ সোমবার (২৬ আগস্ট) উপউপাচার্য হিসেবে তাদের নিয়োগ নিশ্চিত হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উপউপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আর উপউপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ ইসমাইল ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলের অধ্যাপক।
ড. সায়মা হক বিদিশা বলেন, আমি এখনও আনুষ্ঠানিক খবর পাইনি। লোকমুখে যা শুনছি।
এছাড়াও একাধিক সূত্রে খবর পাওয়া গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক। সোমবার (২৬ আগস্ট) যোগাযোগ করা হলে নিয়াজ আহমেদ খান বলেন, এখনও প্রজ্ঞাপন হয়নি। আমরা একটু অপেক্ষা করি। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে তার আলাপ হয়েছে।