দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
সাকিব আল হাসান/ফাইল ছবি/এএফপি

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা তার। বাঁহাতি এই অলরাউন্ডার আরও জানিয়েছিলেন, দেশে নিরাপত্তা পেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তিনি।

টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা। সোমবার (৭ অক্টোবর) মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ সময় সাকিবের দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেওয়ার।”

সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক বলেন, “লিগ্যালটা তো আমি বলতে পারব না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।”

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। একটি টেস্ট ঢাকায়, অন্যটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
সাকিব আল হাসান/ফাইল ছবি/এএফপি

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা তার। বাঁহাতি এই অলরাউন্ডার আরও জানিয়েছিলেন, দেশে নিরাপত্তা পেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তিনি।

টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা। সোমবার (৭ অক্টোবর) মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ সময় সাকিবের দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেওয়ার।”

সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক বলেন, “লিগ্যালটা তো আমি বলতে পারব না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।”

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। একটি টেস্ট ঢাকায়, অন্যটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত