নাফ নদ থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নাফ নদ থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ শিকারে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমারের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে টেকনাফের নাফ নদের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ৮টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।

তারা হলেন- রাশেদ হোসেন, বোরহান, সাইফুল ইসলাম, রাসেল ও আলম। তারা টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম বলেন, ‘আমার এলাকার পাঁচ জেলে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের লোকজন। তাদের কারা নিয়ে গেছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরকান আর্মি দখলে আছে। তাই ধারণা করা হচ্ছে, আরকান আর্মির সদস্যরা নিয়ে গেছে।’

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকানাধীনসহ তিনটি নৌকা নাফ নদে মাছ শিকারে নামে। এ সময় মিয়ানমারের কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকাসহ মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয় যায়।

অপহরণের শিকার জেলে আলমের মা হামিদা খাতুন বলেন, ‘আমার ছেলে অন্য জেলেদের সঙ্গে নাফ নদে মাছ শিকারে যায়। এ সময় তাদের ধাওয়া করে। অন্য জেলেরা পালিয়ে আসতে পারলেও আমার ছেলেসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মির লোকজন। এখন পর্যন্ত আমার ছেলের কোনও খোঁজ পায়নি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।’

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি, তাদের দ্রুত ফেরত আনতে সক্ষম হবো।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নাফ নদ থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন

নাফ নদ থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ শিকারে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমারের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে টেকনাফের নাফ নদের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ৮টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।

তারা হলেন- রাশেদ হোসেন, বোরহান, সাইফুল ইসলাম, রাসেল ও আলম। তারা টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম বলেন, ‘আমার এলাকার পাঁচ জেলে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের লোকজন। তাদের কারা নিয়ে গেছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরকান আর্মি দখলে আছে। তাই ধারণা করা হচ্ছে, আরকান আর্মির সদস্যরা নিয়ে গেছে।’

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকানাধীনসহ তিনটি নৌকা নাফ নদে মাছ শিকারে নামে। এ সময় মিয়ানমারের কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকাসহ মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয় যায়।

অপহরণের শিকার জেলে আলমের মা হামিদা খাতুন বলেন, ‘আমার ছেলে অন্য জেলেদের সঙ্গে নাফ নদে মাছ শিকারে যায়। এ সময় তাদের ধাওয়া করে। অন্য জেলেরা পালিয়ে আসতে পারলেও আমার ছেলেসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মির লোকজন। এখন পর্যন্ত আমার ছেলের কোনও খোঁজ পায়নি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।’

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি, তাদের দ্রুত ফেরত আনতে সক্ষম হবো।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত