পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন: সভাপতি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন: সভাপতি

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কেউ জড়িত নন বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে ওই পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকেই মূলত যারা গান গাওয়ার জন্য আসছিল, তাদের আমন্ত্রণ করা হয়েছিল। তারা আমন্ত্রিত ছিল। তারা আমন্ত্রিত হিসেবেই গান গায়। যদিও এখন এটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে। একটা ভুল-বোঝাবুঝি বা একটা ভুল মেসেজের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এটার সমাধান করা উচিত।’

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন প্রসঙ্গে শিবিরের সভাপতি বলেন, ‘এটি একটি আলোচিত ইস্যু। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট করেছি, প্রথমত ইসলামী ছাত্রশিবিরের রানিং কোনও জনশক্তি বা ছাত্রশিবিরের কোনও জনশক্তি এই গান পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত নয়। আদর্শিকভাবে শিবির একটা শক্তিশালী সংগঠন। যারা শিবিরের এই আদর্শিক আন্দোলনকে পছন্দ করে না, শিবিরের কার্যক্রমে যারা ভীতসন্ত্রস্ত, তারাই গুজব অপপ্রচার চালিয়ে আসছে। কিছু কিছু মিডিয়া যারা মূলত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পূজামণ্ডপের এই ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে। আমার জানামতে দুজন গ্রেফতার হয়েছে।’

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখতে পাচ্ছি। অনিয়ন্ত্রিত বাজার। প্রশাসনের অনেক সেক্টরেই এখনও শেখ হাসিনা ও তার রিজিমের হস্তক্ষেপ রয়ে গেছে। এখনও ফ্যাসিস্ট রিজিমের যারা বিগত সময়ে সহযোগিতা করেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছে। দ্রুত তাদের অপসারণ করা উচিত এবং দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সম্পদ বৃদ্ধির জন্য ভালো ও দায়িত্বশীল নৈতিকতার মোড়কে যারা সমৃদ্ধ, এ রকম প্রশাসন দায়িত্বশীল দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনকে রান করানো উচিত।’

মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ ও ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন: সভাপতি

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন: সভাপতি

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কেউ জড়িত নন বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে ওই পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকেই মূলত যারা গান গাওয়ার জন্য আসছিল, তাদের আমন্ত্রণ করা হয়েছিল। তারা আমন্ত্রিত ছিল। তারা আমন্ত্রিত হিসেবেই গান গায়। যদিও এখন এটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে। একটা ভুল-বোঝাবুঝি বা একটা ভুল মেসেজের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এটার সমাধান করা উচিত।’

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন প্রসঙ্গে শিবিরের সভাপতি বলেন, ‘এটি একটি আলোচিত ইস্যু। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট করেছি, প্রথমত ইসলামী ছাত্রশিবিরের রানিং কোনও জনশক্তি বা ছাত্রশিবিরের কোনও জনশক্তি এই গান পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত নয়। আদর্শিকভাবে শিবির একটা শক্তিশালী সংগঠন। যারা শিবিরের এই আদর্শিক আন্দোলনকে পছন্দ করে না, শিবিরের কার্যক্রমে যারা ভীতসন্ত্রস্ত, তারাই গুজব অপপ্রচার চালিয়ে আসছে। কিছু কিছু মিডিয়া যারা মূলত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পূজামণ্ডপের এই ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে। আমার জানামতে দুজন গ্রেফতার হয়েছে।’

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখতে পাচ্ছি। অনিয়ন্ত্রিত বাজার। প্রশাসনের অনেক সেক্টরেই এখনও শেখ হাসিনা ও তার রিজিমের হস্তক্ষেপ রয়ে গেছে। এখনও ফ্যাসিস্ট রিজিমের যারা বিগত সময়ে সহযোগিতা করেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছে। দ্রুত তাদের অপসারণ করা উচিত এবং দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সম্পদ বৃদ্ধির জন্য ভালো ও দায়িত্বশীল নৈতিকতার মোড়কে যারা সমৃদ্ধ, এ রকম প্রশাসন দায়িত্বশীল দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনকে রান করানো উচিত।’

মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ ও ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত