গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় ইসমত আরা (৩৪) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন। রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত ইসমত উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। রবিবার দুপুরে তার প্রেসার বেড়ে গেলে আল হেরা হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকা তাকে প্রায় আড়াই ঘণ্টা চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে আমি স্ত্রীর কাছে গিয়ে দেখি তার অবস্থা ভালো না। সে অনেকটাই অচেতন।
‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরে আমার স্ত্রীর মরদেহ আল হেরা হাসপাতালে নিয়ে আসি।’
তিনি আরও বলেন, ‘প্রায় দুই যুগের দাম্পত্য জীবনে আমার কোনও সন্তান নেই। দীর্ঘ সময় ভারতে থেকে চিকিৎসা করালে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। একটি সন্তানের আশায় স্ত্রীর চিকিৎসা করিয়ে সব শেষ করেছি। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় স্ত্রী সন্তানের একসঙ্গে মৃত্যু হলো।’
স্থানীয়রা জানান, মরদেহ নিয়ে আসলে স্বজনরা হামলা করে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও ভেতরে থাকা ফার্মেসিতে ভাঙচুর করেন।
হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, ‘হাসপাতালে জরুরি রোগীর সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ওই রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হলে আমাদের কী করণীয়? রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছেন। এখন হাসপাতাল বন্ধ করে দেওয়া ছাড়া কোনও উপায় নেই।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ‘ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি। নিহতের স্বজনরা অভিযোগ দেওয়ার পর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, হাসপাতালে হামলা করে ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোগীর স্বজনেরা অভিযোগ করলে তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।