চাকরিতে আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন।
হাসনাত তার পোস্টে লিখেন, “চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ, ডেস্কো, ডিপিডিসি, নেস্কোসহ যেকোনো স্বায়ত্ত্বশাসিত বিদ্যুৎ কোম্পানিতে আবেদন ফি ১০০০ টাকা, এসিসটেন্ট ম্যানেজার পদে ১৫০০ টাকা।”
এগুলো বেকারদের সঙ্গে প্রহসন মন্তব্য করে হাসনাত আরও বলেন, “চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন একপর্যায়ে সরকার পতনের গণআন্দোলনে পরিণত হয়। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মন্ত্রীসভা বিলুপ্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই প্রশাসনে বড় রদবদল চলমান রয়েছেন। বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি।