যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অবস্থিত অরফিল্ড ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে নীরব ঘর। বিশেষভাবে ডিজাইন করা এই অ্যানেকোয়িক চেম্বার (Anechoic Chamber)–এ শব্দ শূন্যতার মাত্রা নেমে আসে মাইনাস ৯.৪ ডেসিবেল পর্যন্ত।
গবেষকরা জানিয়েছেন, এই ঘরে কেউ ঢুকলে বাইরের কোনো শব্দ শোনা যায় না। এমনকি মানুষ নিজের হৃদস্পন্দন, ফুসফুসের শ্বাস-প্রশ্বাস, আর হাড়ের কড়মড় শব্দ পর্যন্ত স্পষ্ট শুনতে পারে।
অস্বাভাবিক নীরবতার কারণে মানুষ সেখানে বেশি সময় থাকতে পারে না। সাধারণত কেউ সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিট টিকতে পারে। এরপর তীব্র নীরবতা মানসিক চাপ, বিভ্রম ও মাথা ঘোরার মতো সমস্যা সৃষ্টি করে।
এই ঘরটি ব্যবহার করা হয় স্যাটেলাইট, মাইক্রোফোন, হেডফোন ও স্পেসশিপ যন্ত্রপাতি পরীক্ষার কাজে।