চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো সার্জারি বা অপারেশনের আগে রোগীদের খাবার ও পানি না খাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রক্রিয়াটি ‘নাইল পারওয়াল’ বা ‘ফাস্টিং’ নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য রোগীর নিরাপত্তা নিশ্চিত করা।
ডাক্তারদের মতে, অপারেশনের সময় সাধারণত রোগীকে জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে অচেতন করা হয়। অ্যানেসথেসিয়ার কারণে রোগীর গলায় থাকা স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া কমে যায়। এর ফলে, যদি রোগীর পেটে খাবার বা পানি থাকে, তা নাক বা মুখের মাধ্যমে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। এই অবস্থাকে ‘অস্পিরেশন’ বলা হয়, যা ফুসফুসে সংক্রমণ বা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে এবং প্রাণের জন্য ঝুঁকিপূর্ণ।
চিকিৎসকরা জানান, সাধারণত অপারেশনের ৬–৮ ঘণ্টা আগে কঠোরভাবে কোন খাবার বা দুধ খাওয়া উচিত নয়। পানি খাওয়ার ক্ষেত্রেও সীমিত পরিমাণে অপারেশনের ২–৩ ঘণ্টা আগে পর্যন্ত অনুমতি থাকতে পারে, তবে এটি নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার ওপর।
ডা. রফিকুল ইসলাম, চট্টগ্রামের এক শীর্ষ সার্জন, বলেন, “পেটে খাবার থাকলে অপারেশনের সময় বা পরবর্তী সময়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি রোগীর সুরক্ষা নিশ্চিত করতে ফাস্টিং বাধ্যতামূলক।”
এছাড়া অপারেশনের আগে ফাস্টিং রোগীর হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে, ফলে অ্যানেসথেসিয়ার ফলে বমি বা পেটে গ্যাসের সমস্যা কম হয়। এটি সার্জারির নিরাপদ ও সুষ্ঠু সম্পন্নে সহায়তা করে।
জেআই/