এশিয়া কাপ/ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এশিয়া কাপ/ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের দাপট

রাজনৈতিক বৈরিতা সবসময়ই ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইকে আলাদা মাত্রা দেয়। তবে মাঠের লড়াইয়ে বেশ কয়েক বছর ধরেই একচ্ছত্র দাপট দেখাচ্ছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তোলে। ভারতের দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব বোলিংয়ে ঝলক দেখান। অক্ষর নেন ২ উইকেট দিয়ে ১৮ রান, আর কুলদীপ ৪ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। দুজনের ডট বল ছিল সমান ১৫টি।

পাকিস্তানের হয়ে ইনিংসটা কিছুটা সুশ্রী হয় শেষ ওভারে শাহীন শাহ আফ্রিদির দুটি ছক্কায়। তবে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে যুক্ত হয় বাজে ফিল্ডিং। কয়েকটি ক্যাচ মিস করে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম সুযোগটাও হারায় পাকিস্তান। একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অফস্পিনার সাইফ আইয়ুব, যিনি ৩ উইকেট নিয়ে ভারতের ইনিংসে কিছুটা ভরকেন্দ্র আনেন।

জবাবে ভারতের শুরুটা হয় অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে। তিনি মাত্র ১৩ বলে ৩১ রান করে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব (অপরাজিত ৪৭) ও তিলক ভার্মার সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এই জয়ে সুপার ফোর নিশ্চিতের পথে প্রায় অগ্রসর হয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় পাকিস্তানকে ফের ভাবতে হচ্ছে টুর্নামেন্টের ভাগ্য নিয়ে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এশিয়া কাপ/ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের দাপট

এশিয়া কাপ/ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের দাপট

রাজনৈতিক বৈরিতা সবসময়ই ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইকে আলাদা মাত্রা দেয়। তবে মাঠের লড়াইয়ে বেশ কয়েক বছর ধরেই একচ্ছত্র দাপট দেখাচ্ছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তোলে। ভারতের দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব বোলিংয়ে ঝলক দেখান। অক্ষর নেন ২ উইকেট দিয়ে ১৮ রান, আর কুলদীপ ৪ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। দুজনের ডট বল ছিল সমান ১৫টি।

পাকিস্তানের হয়ে ইনিংসটা কিছুটা সুশ্রী হয় শেষ ওভারে শাহীন শাহ আফ্রিদির দুটি ছক্কায়। তবে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে যুক্ত হয় বাজে ফিল্ডিং। কয়েকটি ক্যাচ মিস করে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম সুযোগটাও হারায় পাকিস্তান। একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অফস্পিনার সাইফ আইয়ুব, যিনি ৩ উইকেট নিয়ে ভারতের ইনিংসে কিছুটা ভরকেন্দ্র আনেন।

জবাবে ভারতের শুরুটা হয় অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে। তিনি মাত্র ১৩ বলে ৩১ রান করে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব (অপরাজিত ৪৭) ও তিলক ভার্মার সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এই জয়ে সুপার ফোর নিশ্চিতের পথে প্রায় অগ্রসর হয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় পাকিস্তানকে ফের ভাবতে হচ্ছে টুর্নামেন্টের ভাগ্য নিয়ে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত