গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর আপাতত বাসায় ফিরেছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি বাসায় পৌঁছান, নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ত্যাগ করেন নুর।
আবু হানিফ জানান, নুরের পুরোপুরি সুস্থ হতে এখনও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। নাকের নেজাল অপারেশনের বিষয়ে হাসপাতাল ঝুঁকিপূর্ণ উল্লেখ করলেও নুরের ব্যক্তিগত চিকিৎসক মনে করছেন এখনই অপারেশন করানো ভালো হবে। আজ রাতেই কিছু ডাক্তারদের সঙ্গে আলোচনার পর অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, নুরের ডান পাশের মেজজিলায় আঘাত পাওয়ার জায়গায়ও অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নুরকে আজ রাতেই অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হবে এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নুরসহ বহুজন আহত হন। ঘটনার দিনই তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলতে থাকে।