এনসিপি ১৫০ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এনসিপি ১৫০ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ দাবি করেন।

পাটওয়ারী জানান, নিজেদের করা জরিপ অনুযায়ী এনসিপি ১৫০টি আসনে জয়ী হতে পারে। এ লক্ষ্যে জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিনি বলেন, “গণঅভ্যুত্থানে যারা ছিলেন, আলেম সমাজ, আইন সমাজের প্রতিনিধি, ছাত্রদের পক্ষে থাকা ব্যক্তিরা এবং সাবেক সেনা কর্মকর্তারা যারা জনগণের ওপর গুলি চালায়নি—তাদের প্রার্থী করা হবে।”

বিএনপি প্রসঙ্গে তিনি দাবি করেন, আগে বিএনপি ৫০ থেকে ১০০টি আসনে জয়ের সম্ভাবনা রাখলেও এখন তা আরও কমে এসেছে।

এনসিপির নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা (সাদা বা লাল) দাবি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাপলা প্রতীকের বাইরে গেলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয় আমরা জানি। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও আমাদের শাপলা প্রতীক দিতে হবে।”

তিনি আরও জানান, এনসিপি কোনো জোটে যাবে না। বরং তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালায়েন্স গঠন করবে। নির্বাচন হবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে, আলেম ও নারীদের পক্ষে। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এনসিপি ১৫০ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি ১৫০ আসনে জয়ের সম্ভাবনা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ দাবি করেন।

পাটওয়ারী জানান, নিজেদের করা জরিপ অনুযায়ী এনসিপি ১৫০টি আসনে জয়ী হতে পারে। এ লক্ষ্যে জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিনি বলেন, “গণঅভ্যুত্থানে যারা ছিলেন, আলেম সমাজ, আইন সমাজের প্রতিনিধি, ছাত্রদের পক্ষে থাকা ব্যক্তিরা এবং সাবেক সেনা কর্মকর্তারা যারা জনগণের ওপর গুলি চালায়নি—তাদের প্রার্থী করা হবে।”

বিএনপি প্রসঙ্গে তিনি দাবি করেন, আগে বিএনপি ৫০ থেকে ১০০টি আসনে জয়ের সম্ভাবনা রাখলেও এখন তা আরও কমে এসেছে।

এনসিপির নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা (সাদা বা লাল) দাবি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাপলা প্রতীকের বাইরে গেলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয় আমরা জানি। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও আমাদের শাপলা প্রতীক দিতে হবে।”

তিনি আরও জানান, এনসিপি কোনো জোটে যাবে না। বরং তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালায়েন্স গঠন করবে। নির্বাচন হবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে, আলেম ও নারীদের পক্ষে। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত