শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ জানালেন ইসি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ জানালেন ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ, নির্বাচনের জন্য নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে তালিকায় থাকা প্রতীক থেকে বেছে নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে এবং প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এগিয়েছে। এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে এবং নিষ্পত্তি ইসি ও দলের সম্মতিতে হবে।

তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।

এর আগে কমিশন ৪৬টি নতুন প্রতীক যুক্ত করেছে। বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো ১১৫টি প্রতীক থেকে দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ জানালেন ইসি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ জানালেন ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ, নির্বাচনের জন্য নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে তালিকায় থাকা প্রতীক থেকে বেছে নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে এবং প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এগিয়েছে। এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে এবং নিষ্পত্তি ইসি ও দলের সম্মতিতে হবে।

তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।

এর আগে কমিশন ৪৬টি নতুন প্রতীক যুক্ত করেছে। বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো ১১৫টি প্রতীক থেকে দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত