প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য এবং পরে এনসিপি দাবি করলেও কাউকে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়—এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে আমরা হুমকি মনে করি না। রাজনীতিবিদরা নানা কথা বলেন, আমরা শুনব, তবে আমাদের দায়িত্ব পালন করব।”
সিইসি আরও জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে। প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন। তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। পিআর পদ্ধতি চাইলে সংবিধান ও আরপিও সংশোধন করতে হবে।”
এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সিইসি বলেন, “দুয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। এখনো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।”