সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। এর আগে বেলা ১২ টার দিকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করছে রোগীর স্বজনরা।
নিহত ওহাব শেখ (৬০) যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের মৃত. জহুর আলীর ছেলে।
রোগীর স্বজনরা জানান, ইটভাটায় কাজ করার সময় বেলা ১১টার দিকে ট্রলিতে মাজায় চাপ লাগে। এ ঘটনার পর তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভর্তির পর থেকে কোন চিকিৎসক রোগীর পাশে এসে দেখেননি। বার বার ডাকলেও নার্সরা কেউ কাছে আসেনি। বেলা তিনটার দিকে পুরুষাঙ্গ দিয়ে রক্ত পড়া শুরু করে। তখনও কোন চিকিৎসক বা নার্স কাছে আসেনি। এরপর মারা যায় রোগী।
তবে এ অভিযোগের বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী বলেন, এমন হওয়ার কথা নয়। চিকিৎসক বা নার্স অবশ্যই রোগীকে দেখবে। রোগীর পরিবারের কেউ অভিযোগ দিলে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।