মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তির যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। রোববার এশিয়া সফরের প্রথম ধাপেই থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন।
এ চুক্তিকে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরের অংশ হিসেবে ট্রাম্প আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফর করছেন। পরবর্তী ধাপে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে, যেখানে দুই দেশের বাণিজ্যযুদ্ধ নিরসনের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।


