সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি গরুর মাংসের দাম ৬৫০ টাকা এর বেশি ৬৮০ থেকে ৭০০ টাকা দরে বিক্রির অপরাধে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারের দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক জানান, শায়েস্তানগর বাজারে পৌরসভা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গরুর মাংস বিক্রির অপরাধে শাহ আলম ও মাসুক মিয়া নামের দুই মাংস ব্যবসায়ীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে যথাযথভাবে ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ ও সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। অভিযানকালে আনসার ব্যাটেলিয়নের একটি টিম উপস্থিত ছিল।