রমজানে খাদ্য মজুদ করলে ব্যবস্থা

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
রমজানে খাদ্য মজুদ করলে ব্যবস্থা
ছবি: ইন্টারনেট

রমজানে খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের সহযোগিতা করবে কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব, পুলিশ। কেউ খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুরের বাবুরহাট পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন।

তিনি বলেন, ডলার সংকটের কারণে খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয় তার মূল্য অন্যান্য দেশেও বেড়েছে। এসব বিবেচনা করে রমজানে ৫ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী ( তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বুট) দিচ্ছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি রমজান মাসের জন্য যেসব খাদ্যসামগ্রী দরকার, তা আমাদের হাতে মজুদ আছে। রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে সব কেনার জন্য। কেউ যদি একসঙ্গে কিনে জমা রাখে, তাহলে সরবরাহে চাপ পড়ে। আমাদের সবকিছুর পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসঙ্গে কেনার বিষয়টি পরিহার করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন-চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুর শাখার সভাপতি ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রমজানে খাদ্য মজুদ করলে ব্যবস্থা

রমজানে খাদ্য মজুদ করলে ব্যবস্থা
ছবি: ইন্টারনেট

রমজানে খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের সহযোগিতা করবে কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব, পুলিশ। কেউ খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুরের বাবুরহাট পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন।

তিনি বলেন, ডলার সংকটের কারণে খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয় তার মূল্য অন্যান্য দেশেও বেড়েছে। এসব বিবেচনা করে রমজানে ৫ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী ( তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বুট) দিচ্ছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি রমজান মাসের জন্য যেসব খাদ্যসামগ্রী দরকার, তা আমাদের হাতে মজুদ আছে। রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে সব কেনার জন্য। কেউ যদি একসঙ্গে কিনে জমা রাখে, তাহলে সরবরাহে চাপ পড়ে। আমাদের সবকিছুর পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসঙ্গে কেনার বিষয়টি পরিহার করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন-চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুর শাখার সভাপতি ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত