রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৪ই মার্চ ) সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন পাড়ার ৬৬ জন জৈবকৃষি সুফলভোগীকে আদা, সবজি, বীজ, হলুদ, কচু, আইপিএম টুল, রিং বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, মিঃ কাজল নাথ, সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মিঃ সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও বিভিন্ন পাড়ার সুফলভোগীরা এতে উপস্থিত ছিলেন।