নড়াইলে খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন (৫০)কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত আসলাম হোসেন নড়াইল সদর উপজেলার খড়রিয়া গ্রামের মৃতঃ আয়নাল হক মোল্যার ছেলে। তিনি নড়াইল সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শিক্ষক আসলাম হোসেন গত মঙ্গবার (১৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খড়রিয়ার পোল বাজারের মধুর চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে একই গ্রামের সাহেব আলী মীরের ছেলে সাব্বির হোসেন মীরের নেতৃত্বে ১০/১৫ জন মিলে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার চেষ্টা চালিয়ে তাকে ফেলে রেখে যায়। আহত আসলাম হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে ।
উল্লেখ্য,গত বছর নভেম্বর মাসে পেড়লি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জারজিদ হোসেন চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সামিউল আলম সজিব এর লোকজন এ হামলা চালায় বলে আসলাম অভিযোগ করেছে। এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ সাহা বলেন, আসলাম হোসেন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কোপের ও হাতুড়ির আঘাতের চিহৃ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।