রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন গুরুতর আহত হয়েছে। ১৫ই মার্চ বুধবার দুপুর ১ টার সময় রাজস্থলী ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের ৫ কিলোমিটার আমতলী পাড়া মিতিঙ্গাছড়ি নামক এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি সীমান্ত সড়কের নির্মাণ কাজের জন্য পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এতে আহত চালক মোঃ মহসিন (২১) আমছড়া পাড়া, রাজস্থলী রাঙামাটি, তৈয়ব হোসেন রাজস্থলী। আহত চালক মহনিন জানিয়েছে, রাজস্থলী থেকে পাথর বোঝাই করে যাওয়ার পথে ৫ কিলো আমতলি পাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার দুজনেই গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করে মেডিকেল অফিসার ডাঃ আজমিরি খানম জানান, দুপুর ২ টার দিকে গাড়ী দুর্ঘটনার দুইজন রোগীকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করায়। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে আশংকামুক্ত।