রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৩ ইং এবং শিক্ষক রতন বড়ুয়া ও সৈয়দ হাসানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ই মার্চ) সকাল ১০ টার সময় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভদন্ত শ্রীমৎ উঃ খেমাছারা মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জামাল উদ্দীন ও মংথোয়াই চৌধুরী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী, প্রধান শিক্ষক আখ্যমং মারমা, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক চেয়ারম্যান নেঞমং মারমা, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, কনক বড়ুয়া, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, পুলক বড়ুয়া, পুলিশ ক্যাম্প ইনচার্জ আইসি নুরুল আলম প্রমূখ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গন্তব্যস্থলে পৌঁছতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে সেভাবে অধ্যবসায়ের সাথে পড়ালেখা করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। এজন্য সকল পরীক্ষার্থীরা যাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করে যাতে দেশ এবং জাতির কান্ডারী হয়ে আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকতে পারে।
এছাড়াও চাকরীর অবসর জনিত সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ হাসান ও সহকারি শিক্ষক রতন বড়ুয়া কে বিদ্যালয় কর্তৃক সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও তাদের বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়।