রাজস্থলীতে যৌথ অভিযানে অবৈধ গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক

মোঃ হাবীবুল্লাহ মিসবাহ স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি
রাজস্থলীতে যৌথ অভিযানে অবৈধ গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক
ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে যৌথ বাহিনীর অভিযানে গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক করেছে বন বিভাগ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল জানান গত ২০ই মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১০. ৩০ টায় বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ বেঙ্গল যৌথ টহলে গোপন সংবাদে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এই উদ্দেশ্যে এক পর্যায়ে গোলকাঠসহ দুইটি মিনি ট্রাককে ধাওয়া করা হয়। এক পর্যায়ে অবৈধ কাঠসহ গাড়ি দুটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। মিনি ট্রাক দুটি থেকে ২৫৮ পিচ গোল সেগুন এবং ১১ পিচ গামারী ও ১১ পিচ কড়ই মিলে মোট ৩১২.৯৩ ঘনফুটসহ সেগুন গাছের ১০৫ টি বল্লি ও বিবিধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।

অবৈধ কাঠ বোঝাই মিনি ট্রাক দুটির নম্বর (পিরোজপুর ১১-০২৬৬ ও কুষ্টিয়া ১১-০১১৬) তল্লাশী করে কোন বৈধ কাগজপত্র ও চলাচল পাস না পাওয়ায় কাঠ বোঝাই গাড়ি দুটি কাঠসহ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাঙ্গালহালিয়া কাম চেক স্টেশনের হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে। এদিকে কাপ্তাই বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অবৈধ কাঠ পাচার রোধে অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজস্থলীতে যৌথ অভিযানে অবৈধ গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক

রাজস্থলীতে যৌথ অভিযানে অবৈধ গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক
ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে যৌথ বাহিনীর অভিযানে গোল কাঠসহ দুটি মিনি ট্রাক আটক করেছে বন বিভাগ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল জানান গত ২০ই মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১০. ৩০ টায় বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ বেঙ্গল যৌথ টহলে গোপন সংবাদে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এই উদ্দেশ্যে এক পর্যায়ে গোলকাঠসহ দুইটি মিনি ট্রাককে ধাওয়া করা হয়। এক পর্যায়ে অবৈধ কাঠসহ গাড়ি দুটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। মিনি ট্রাক দুটি থেকে ২৫৮ পিচ গোল সেগুন এবং ১১ পিচ গামারী ও ১১ পিচ কড়ই মিলে মোট ৩১২.৯৩ ঘনফুটসহ সেগুন গাছের ১০৫ টি বল্লি ও বিবিধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।

অবৈধ কাঠ বোঝাই মিনি ট্রাক দুটির নম্বর (পিরোজপুর ১১-০২৬৬ ও কুষ্টিয়া ১১-০১১৬) তল্লাশী করে কোন বৈধ কাগজপত্র ও চলাচল পাস না পাওয়ায় কাঠ বোঝাই গাড়ি দুটি কাঠসহ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাঙ্গালহালিয়া কাম চেক স্টেশনের হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে। এদিকে কাপ্তাই বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অবৈধ কাঠ পাচার রোধে অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত