হ্যাকারদের নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার

সোয়েব আলী জৈষ্ঠ্য প্রতিবেদক, ঢাকা
হ্যাকারদের নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার
ছবি: সংগৃহীত

হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। যা গত পাঁচদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি৷ ফলে ব্যাহত হচ্ছে বিমানের অধিকাংশ অফিসিয়াল কাজ। বিমানের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার (১৭ মার্চ) থেকে বিমানের মেইল ও সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত। ঘটনাটি পাঁচদিন আগে ঘটলেও এখনো তা হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা যায়নি। শুক্রবার সরকারি ছুটি থাকায় অনেকে বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু শনিবার (১৮ মার্চ) অফিসিয়ালি কাজ করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

সূত্রটি আরও জানায়, হ্যাকারেরা ১০ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল অর্থ দাবি করেছে৷ দাবি অনুযায়ী অর্থ দেওয়া না হলে তারা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে৷

এ বিষয়ে বুধবার (২২ মার্চ) সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।’

বিমানের এক কর্মকর্তা বলেন, এই মেইল দিয়ে নানা দেশের এভিয়েশন সংশ্লিষ্ট কাজ করা, বিমানের বিদেশে থাকা অফিসে যোগাযোগ ও কেনাকাটার বিষয়গুলো দেখভাল করা হতো। কিন্তু গত পাঁচদিন থেকে তারা কোনো কিছু করতে পারছেন না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হ্যাকারদের নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার

হ্যাকারদের নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার
ছবি: সংগৃহীত

হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। যা গত পাঁচদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি৷ ফলে ব্যাহত হচ্ছে বিমানের অধিকাংশ অফিসিয়াল কাজ। বিমানের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার (১৭ মার্চ) থেকে বিমানের মেইল ও সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত। ঘটনাটি পাঁচদিন আগে ঘটলেও এখনো তা হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা যায়নি। শুক্রবার সরকারি ছুটি থাকায় অনেকে বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু শনিবার (১৮ মার্চ) অফিসিয়ালি কাজ করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

সূত্রটি আরও জানায়, হ্যাকারেরা ১০ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল অর্থ দাবি করেছে৷ দাবি অনুযায়ী অর্থ দেওয়া না হলে তারা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে৷

এ বিষয়ে বুধবার (২২ মার্চ) সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।’

বিমানের এক কর্মকর্তা বলেন, এই মেইল দিয়ে নানা দেশের এভিয়েশন সংশ্লিষ্ট কাজ করা, বিমানের বিদেশে থাকা অফিসে যোগাযোগ ও কেনাকাটার বিষয়গুলো দেখভাল করা হতো। কিন্তু গত পাঁচদিন থেকে তারা কোনো কিছু করতে পারছেন না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত