মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। ২৬ শে মার্চ রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনীর মধ্য দিয়ে শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব, আনসার ভিডিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
রাজস্থলী থানার সাব ইন্সপেক্টর রানা বড়ুয়ার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কুচকাওয়াজে পুলিশ বাহিনী, আনসার ভিডিপি ও বিভিন্ন কলেজ, স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহিন, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন,
ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তার সবিনয় চাকমা, রাজস্থলী সরকারি কলেজ অধ্যক্ষ উপনান্দ দাস, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর ছাত্তার, নির্বাচন কর্মকর্তা উৎফল বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার অবদান সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।