রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস্ ওয়ার্ল্ড) রাজস্থলী শাখার উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, তিন পার্বত্য জেলার প্রধান সহসমন্বয়ক মোঃ সুমন, মাতপর্স ওয়ার্ল্ড রাঙ্গুনিয়া শাখার সভাপতি মোঃ ইদ্রিস, রাজস্থলী শাখার মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপর্স ওয়াল্ড) এর সভাপতি-নজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক- সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, সিনিয়র সহ-সভাপতি ঊঃ কন্সালা ভিক্ষু(ভান্তে), সহ-সভাপতি সন্তোষ শীল, মোঃ নজুরুল ইসলাম, মোঃ কায়েস তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কান্তি নাথ (সাংবাদিক) সাংগঠনিক সম্পাদক বিভু সেন, যুগ্ম সংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদ উচ্চপ্রু মারমা, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক রিটন দাশ, প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আব্দুর রহমান, ক্রাইম তদন্ত বিষয়ক সম্পাদক দিলীপ কুমার দাশ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশু, সহ-সম্পাদক হলানুয়াই মারমা, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক ক্রয় চি মং মারমা, সিনিয়র কার্যকরী সদস্য হাফিজুল, প্রদীপ কুমার দেসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংগঠনিক সম্পাদক বিভু সেন বলেন, ২০২৩ সালে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ১৯৭১ সালে বাংলদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে। এরপর থেকে প্রতি বছর ২৬ শে মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে।