নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী-পরিচালক সদর উপজেলার শেখহাটি বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার শেখহাটি বাজারের মেসার্স বিউটি ফুড এন্ড বেকারিকে ২০ হাজার টাকা, মেসার্স আমিনুর ফল ভান্ডারকে ৫শ টাকা, মেসার্স পাল স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা প্রদান করা হয়।এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামানিক বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলবে। জনস্বার্থে পুরো রমজান মাস কড়া নজরদারি থাকবে।